এইচএসসিতে মিরপুরে সেরা নবাব সিরাজউদ্দৌলা কলেজ

এইচএসসিতে মিরপুরে সেরা নবাব সিরাজউদ্দৌলা কলেজ
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয়টি কলেজের মধ্যে এবারো উপজেলায় শীর্ষে রয়েছে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ। তাদের পাসের হার ৯৫.৭৪ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে ৪৮ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ৪৬ জন।
আমলা সরকারী কলেজ ৯৫.২৫ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং মিরপুর মহিলা কলেজ ৮৭ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও নিমতলা কলেজ ৮৬.২১ শতাংশ, ছাতিয়ান কলেজ ৮৩ শতাংশ, সাগরখালী কলেজ ৭৬ শতাংশ, হালসা কলেজ ৭৩ শতাংশ, মীর আব্দুল করিম কলেজ ৪৯ শতাংশ, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ৪৪ শতাংশ।
সিরাজউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিন বলেন, এবারে এইচএসসি পরীক্ষায় ৪৮ জন অংশগ্রহণ করে ৪৬ জন পাস করেছে। এরমধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। আমাদের কলেজের পাসের হার ৯৫.৭৪ শতাংশ। যেটি কিনা উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে।
২০০০ সালে এলাকার মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ব্যাক্তিদের সমন্বয়ে গড়ে ওঠা এই নবাব সিরাজউদ্দৌলা কলেজ শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে তাদের গড়ে তুলছিলেন। বরাবরই এই কলেজের ফলাফল বেশ ভালো ছিল। এবারও উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে এই কলেজের ফলাফল।
তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি নবাব সিরাজউদ্দৌলা কলেজকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। এই শেষ বয়সে কলেজের এমপিওভুক্ত হয়েছে জেনে আমি ভীষণ খুশি। আমার কলেজে ২৪ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা বিনাবেতনে পাঠদান করে আসছিলেন। এমপিওভুক্তি না হওয়ায় তারা এতোদিনে মানবেতর জীবনযাপন করছেন।’
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের এইচএসি পরীক্ষার ফলাফলে মিরপুর উপজেলার নয়টি কলেজের মধ্যে উপজেলায় শীর্ষে রয়েছে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ। এই কলেজ তার শিক্ষার মান ধরে রাখুক।