শ্রেণিকক্ষ সংকটে চরম ভোগান্তিতে ১২শ শিক্ষার্থী



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

  • Font increase
  • Font Decrease

বরগুনা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে স্থান সংকুলান না হওয়ায় শিক্ষার্থীরা গাদাগাদি করে পাঠদান করছে দীর্ঘদিন ধরে। জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় পাবলিক পরীক্ষায় প্রতিবছর ভালো ফলাফল অব্যাহত থাকলেও ১২ শতাধিক শিক্ষার্থীর জন্য ছোট্ট পরিসরের মাত্র তিনটি কক্ষসহ নানাবিধ সংকটের মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটিতে।

অভিযোগ রয়েছে, স্কুল থেকে সংকটের বিষয়টি বারবার তুলে ধরা হলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন।

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা বাজারের প্রাণকেন্দ্রে ৫ একর ৪৩ শতাংশ জমির উপর ১৯৬৪ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে এমপিওভুক্ত হয়। পড়াশোনা করছে ১২ শতাধিক শিক্ষার্থী। ২১ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ১৪ জন কর্মরত আছেন। প্রতিষ্ঠানটিতে ৬ কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন থাকলেও সেটির অবস্থাও আশঙ্কাজনক। জরাজীর্ণ এ ভবনটি যেকোনো মুহূর্তে ধ্বসে বড় ধরনের অঘটন ঘটাতে পারে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রেণিকক্ষের সংকটের কারণে টিন দিয়ে তৈরি অস্থায়ী ভবনে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। এখানে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে বই—খাতাসহ শিক্ষার্থীরা ভিজে যায়। বাধ্য হয়েই মাঝে মাঝে ক্লাস বন্ধ রাখতে হয়।

এ প্রসঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন জাহান বলেন, তীব্র গরমে টিন দিয়ে তৈরি শ্রেণিকক্ষের এক একটি ছোট বেঞ্চে ৩ থেকে ৪ জন শিক্ষার্থী বসে ক্লাস করতে হচ্ছে। এতে চরম অস্বস্তিতে আমাদের পড়াশোনা করতে হচ্ছে। এ কারণে প্রায় প্রতিদিনই কেউ না কেউ ক্লাসে অসুস্থ হয়ে পড়ছে। শ্রেণি কক্ষের অভাবে পাঠদান চরম বিঘ্নিত হচ্ছে।

আল মামুন নামে আরেক শিক্ষার্থী বলেন, বৃষ্টির মৌসুমে ভাঙা চাল দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ স্যাঁতসেঁতে হয়ে হয়ে যায়, বৃষ্টির ঝাপট আসো। ফলে বই—খাতা ভিজে যায়। আবার একটানা দীর্ঘ সময় গাদাগাদি করে ক্লাস করার কারণে মাথা ঝিমঝিম করে। এভাবে ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

শ্রেণিকক্ষ সংকটের বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ মো. বশির উদ্দিন বলেন, বিদ্যালয়ের নিজস্ব পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও বহুতল ভবনের অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা ভীষণ কষ্ট করে কোনোমতে ক্লাস এবং পরীক্ষা চালিয়ে নিচ্ছি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি বিভিন্ন পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেন, কক্ষ সংকটের কারণে তারাও বিপাকে পড়েন।

এ বিষয়ে বরগুনা—১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, পাঠদানের প্রতিবন্ধকতা দূর করতে ইটবাড়ীয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জন্য একটি ভবন স্থাপনের জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করবো।

সেক্টর কমান্ডারস ফোরাম কেন্দ্রীয় নারী কমিটির স্বাধীনতা দিবস উদযাপন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর আয়োজনে ২১ মার্চ সন্ধ্যা ৬টায় অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় নারী কমিটির উদ্যোগে ৫২তম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজ্বলিত রাখা এবং প্রজন্মান্তরে স্বাধীনতার ইতিহাসের চর্চা প্রবহমান রাখার মূলমন্ত্র নিয়ে উদযাপিত হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিজন ম. হামিদ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবা নীরু। যুদ্ধদিনের স্মৃতি আলোচনা করেন রোকেয়া পদকপ্রাপ্ত লেখক আফরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে ম. হামিদ বলেন, স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও বেশি চর্চা করা দরকার। এ জন্য তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের কথা লিপিবদ্ধ করে ধারাবাহিক গ্রন্থ রচনার জন্য নারী কমিটির প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী, সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি ও প্রাবন্ধিক বুলবুল মহলানবীশ, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশিন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন একাত্তরের মুক্তির গানের শিল্পী মুক্তিযোদ্ধা শারমিন মুরশিদ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি একুশে পদকপ্রাপ্ত নৃত্যসারথী সংস্কৃতিজন লায়লা হাসান। তিনি এ মুহূর্তে আমেরিকায় অবস্থানের কারণে অনলাইনে অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং কথা বলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুদ্ধ অপরাধ তদন্তকারী সংস্থার সমন্বয়ক আ. রহিম, মহিলা পরিষদের সহসভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জনগল্প ৭১এর সম্পাদক নিশাত জাহান রানাসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমবেত সংগীত পরিচালনা করেন নারী কমিটির দফতর ও প্রকাশনা সম্পাদক কথাসাহিত্যিক ঝর্না রহমান।

;

ঋণের বোঝা সইতে না পেরে দিনমজুরের আত্মহত্যা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর দুর্গাপুরে রেন্টু পাইক (৫০) নামের এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেন্টু পাইক দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের ফয়েজ পাইকের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার তার সাপ্তাহিক পাঁচ হাজার টাকার একটি কিস্তি পরিশোধ করার কথা ছিল। কিন্তু এর আগেই তার ঝুলন্ত মরদেহ মিললো।

পরিবার ও পুলিশের ধারণা, ঋণে জর্জরিত হয়ে ওই দিনমজুর আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধারের পর আইনি ব্যবস্থা নিয়েছে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নয়ন হোসেন।

তিনি বলেন, রেন্টু পাইক ঋণগ্রস্ত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার ঘর থেকে বিভিন্ন এনজিওর ১৮টি কিস্তির বই পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার কিস্তির টাকা পরিশোধের দিন ছিল। আর তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। এই সুযোগে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানান দুর্গাপুর থানা পুলিশের এই কর্মকর্তা।

;

বঙ্গবন্ধুর কারণে আজ আবহাওয়া বার্তা আগে পাই: ত্রাণ প্রতিমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, আগাম সতর্কবার্তার জন্য ১৯৭২ সালে ওয়ারলেস রাডারসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিসি) প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণেই আজ আমরা বিভিন্ন আবহাওয়া বার্তা আগে থেকেই পেয়ে যাই। দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বের কাছে এখন বাংলাদেশ রোল মডেল। অনেক দেশের তুলনায় আমাদের দেশের মৃত্যুর হার খুব কম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রযুক্তিতে অনেকাংশেই এগিয়েছে। তবে অর্থনৈতিক সক্ষমতা বাড়লে উন্নত বিশ্বের মতো এগিয়ে যেতে পারবো। সঠিক দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনের ঝুঁকির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।

ডা. এনামুর বলেন, যেকোনও দুর্যোগ দেখা দিলে আমরা যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস গ্রহণ করি, তেমনি আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাসও গ্রহণ করি। ফলে কোনটা সঠিক, তা যাচাই-বাছাই করতে সহজ হয়। এতে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি। আমি বাংলাদেশ আবহাওয়া অধিদফতরকে অনুরোধ করবো, আপনারা আন্তর্জাতিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তাহলে আপনারাও দ্রুত পূর্বাভাসগুলো জানাতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাবে। জলবায়ু পরিবর্তন ও যেকোনও দুর্যোগ মোকাবিলায় আমরা সর্বত্র প্রস্তুত রয়েছি।

সভাপতির বক্তব্যে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, আবহাওয়া অধিদফতর যেকোনও দুর্যোগ পরিস্থিতিতে সর্বদা প্রস্তুত থাকে। কখন কী অবস্থা হতে যাচ্ছে, তার পূর্বাভাস দ্রুত মানুষের কাছে পৌঁছিয়ে থাকে। তবে আমাদের জনবল অনেক কম। নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মাত্র ৭ শতাধিক কর্মী সারা দেশে কাজ করেন। তারপরও আমরা চেষ্টা করছি আমরা যেন দুর্যোগে দ্রুত ও সঠিক পূর্বাভাস দিতে পারি।’

আলোচনা সভা শেষে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানীদের নিয়ে বৈজ্ঞানিক সেশন করা হয়। এরপর আবহাওয়া অধিদফতরের প্রধান কার্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক প্রশ্নোত্তর পর্ব, যন্ত্রপাতি এবং তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী করা হয়।

এ ছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনগুলো জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

;

রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ রাষ্ট্রপতির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

  • Font increase
  • Font Decrease

রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি এবং সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটানো ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় উল্লেখ করে তিনি বলেন, সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পতিত। বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এ অবস্থায় দেশে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমি দেশের ব্যবসায়ী সমাজকে বিশেষভাবে অনুরোধ করছি।

রাষ্ট্রপতি বলেন, রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সবার জীবন ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন - আমিন।

;