চার দফতরে নতুন সচিব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ম মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) পদে রদবদল এনেছে সরকার।

তাদের মধ্যে তিন সচিবকে বদলি করা হয়েছে। আর একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

সোমবার রাতে বদলি ও পদোন্নতির আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব), বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ধর্ম মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

   

চট্টগ্রামে একদিনে ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত



স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও এদিন নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪৩ জনের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ২৮৬ জন। এছাড়া বাকি ৩৯৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২১৮ জন ভর্তি রয়েছে। 

চট্টগ্রাম জেলায় চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।

 

;

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার

  • Font increase
  • Font Decrease

 

চট্টগ্রাম থেকে কয়লা বোঝাই করে কুমিল্লার দাউদকান্দির যাওয়ার পথে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া জাহাজের ১৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার এম ভি “মাস্টার সুমন-২” নামক একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ১১শ’ টন কয়লা বোঝাই করে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে ইঞ্জিন রুমে পানি ডুকে ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। জাহজটি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৯.৫ নটিক্যাল মাইল উত্তরে নোঙ্গর করে এবং মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের ক্রুরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে।

'খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দ্রুত সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন আনুমানিক সোয়া ১১টার দিকে ১৪ জন লাইটার জাহাজের ক্রুকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।'

পরে লাইটারটি উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং ক্রুসহ লাইটারটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

;

আবারো কমলো সোনার দাম



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ২৭ সেপ্টেম্বর সোনার মূল্য কমেছিল এক হাজার ২৮৪ টাকা। ৪৮ ঘণ্টা না যেতেই ফের কমানো হলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৪৯ টাকা কমে এখন বর্তমান মূল্য ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

;

রাজশাহীতে কমেছে মুরগির দাম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
রাজশাহীতে কমেছে মুরগির দাম

রাজশাহীতে কমেছে মুরগির দাম

  • Font increase
  • Font Decrease

সপ্তাহখানেকের ব্যবধানে রাজশাহীতে প্রতিকেজি ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। তবে অপরিবর্তিত আছে সবজি ও মাছের দাম।

প্রতিকেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। যা গত সপ্তাহে প্রতিকেজি বয়লার বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৯০ টাকা কেজিতে। দেশি মুরগি বিক্রি হয়েছে ৪২০ টাকা কেজিতে। পাতিহাঁস বিক্রি হয়েছে ৪৫০ টাকা কেজিতে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) নগরীর সাহেববাজার, সাগরপাড়া, নিউমার্কেট ও শালবাগান ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

বাজার ঘুরে দেখা গেছে, এই সপ্তাহে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাস মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, কই প্রতি কেজি ৫৫০ টাকা, দেশি কই ৬৫০ টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে ৩০০ টাকা, ছোট তেলাপিয়া ২০০।

এছাড়াও ইলিশ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৫০০ থেকে ১৬০০ টাকায়। বাগদা চিংড়ি ৯০০ টাকা, গলদা চিংড়ি ১২০০ টাকা, চিংড়ি মাঝারি ১৩০০ টাকা, প্রতিকেজি পাবদা মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, টেংরা ৬০০ টাকা কেজি, শিং মাছ বিক্রি হচ্ছে কেজি ৬০০ টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা।

এই সপ্তাহে বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি, দেশি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পটল ৫০ টাকা কেজি, লাউ ৫০ থেকে টাকা, কচু ৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, কাঁকরোল ৮০, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৫০, করোলা ৪০, শশা ৬০ টাকা, বরবটি ৫০, সজনে ৫০, ঝিঙে ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা, ভারতীয় ৬০ টাকা, আদা ২২০, রসুন দেশি ২২০, ভারতীয় ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

এই সপ্তাহে মুরগির লাল ডিম ৪৮ টাকা হালি, সাদা ডিম ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, খাসির মাংস ১ হাজার টাকা।

সাহেববাজর কাঁচাবাজার এলাকার মুরগি ব্যবসায়ী মিঠু হোসেন জানান, অল্প বেঁচাকেনায় কর্মচারীর বেতন জোটে না। মুরগির দাম কমে গেছে। আগে বিক্রি করলাম ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। আর এখন ১৬০ টাকা।

এদিকে সবজি ব্যবসায়ী মুকুল জানান, বাজারে প্রচুর সবজি, কিন্তু কেনার লোক নেই, বেঁচাকেনা নেই। আমাদের সীমিত বেঁচাকেনা এখন। দাম কমলে ব্যবসা বাড়বে। দাম বাড়লে ব্যবসা কমে যায়।

;