‘মানুষের জানমাল অনিরাপদ করার অপচেষ্টাকে রুখে দেওয়ার সক্ষমতা রয়েছে’

জঙ্গিদের উত্থান রোধে পুলিশ এক ধাপ এগিয়ে আছে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা রয়েছে। প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় সরঞ্জমাদি সমৃদ্ধ শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি রেখেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে জঙ্গিদের উত্থান রোধে পুলিশ বাহিনী এক ধাপ এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদ উত্থান হবে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে এর বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা বিভাগ সর্বদা তৎপর আছে। জঙ্গিবাদ মোকাবেলা ও সংসদ নির্বাচনসহ আইন-শৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে
সমাবেশের শুরুতে মেট্রোপলিটন পুলিশের গত ৫ বছরের কার্যক্রমের উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন শেষে কেক কেটে ৬ বছরে পদার্পনের শুভ সূচনা করেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানসহ প্রমুখ।ক
এর আগে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।