সিলেটে বিস্ফোরণ: ঢাকায় চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত
সিলেট নগরীর মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ও সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার।
সোমবার মারা গেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাদল দাস (৪১)। রোববার রাতে সিলেট সদর উপজেলার তারেক আহমেদ (৩২) মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরতি সিএনজি ফিলিং স্টেশনের মালিক আক্তার ফারুক লিটন। তিনি জানান, মারা যাওয়া দুজনেই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রোববার রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এব্যাপারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনের মালিক আক্তার ফারুক লিটন বার্তা২৪.কমকে জানান, যারা আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মারা যাওয়া চারজন আমার সঙ্গে অনেকদিন ধরে কাজ করেছিল। এ জন্য আমি খুবই মর্মাহত।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭ জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার বিকালে দগ্ধ ৯ জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীর ১৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে যায়।