কোল্ড ষ্টোরেজে ৩৬ টাকায় কেনা আলু মেমোতে দাম ২৭

ছবি: সংগৃহীত
বগুড়ার কোল্ড ষ্টোরেজে আলুর দাম বেশী নিয়ে অপেক্ষাকৃত কম মূল্যের মেমো প্রদানের অভিযোগে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা। শহরের রাজা বাজার আড়ৎদার সমিতি, সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্য ও ফতেহ আলী বাজারের খুচরা আলু ব্যবসায়ীরা এ অভিযোগপত্র প্রধান করেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ বগুড়ার আলু ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান ২৭ টাকা দরে স্টিক আলুর দাম নির্ধারণ করেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন আজ কোল্ড ষ্টোরেজ থেকে ৩৬ টাকা দরে আলু ক্রয় করতে হচ্ছে অথচ তারা মেমো দিচ্ছেন ২৭ টাকা দরে। এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমাদের ৩৬ টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য করছেন। যা ফলে আমরা অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের মাধ্যমে কোল্ড ষ্টোরেজ থেকে ২৭ টাকা দরে আলু ক্রয় করার ব্যবস্থা করে দেবার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।
অন্যথায় আলুর মজুদ শেষ হয়ে গেলে ক্রেতাদের বেশী দামে আলু কিনতে হবে। উল্লেখ্য রাজা বাজার ও ফতেহ্ আলী বাজারে প্রতিদিন ৩০০ শত বস্তা আলুর চাহিদা রয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ স্মারকলিপির কপি জেলা পুলিশ সুপার ও ভোক্তা অধিকারের কর্তৃৃপক্ষের কাছেও প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা বিনয় মিলন, শহিদুল, সোবহান, বাবু মন্ডল, লিলি, সফিকুল, ওয়াজেদ, মাহীন, মুহিত, রাজিব প্রসাদ।