স্যাংশন জুজুর ভয় দেখিয়ে লাভ নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্যাংশন জুজুর ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সংসদ নির্বাচনে ভোট দিতে জনগণ উদগ্রীব হয়ে আছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ’তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশিরা কে কী দাবি করলো তা ‘ইরিলেভেন্ট’। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গাজার মানবাধিকার নিয়ে বিএনপি কথা না বলে ঘুমাচ্ছে। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।

বিজ্ঞাপন