সিরাজগঞ্জে মহাসড়কে পিকআপে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বিএনপির ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁচলিয়া এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেও হতাহত হয়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩ টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটির সামনের ছিটে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ সময় চালক ও হেলপার ভয়ে পিকআপ থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ, বিএনপি- জামায়াতের ডাকা অবরোধে সিরাজগঞ্জের মহাসড়কে দুইটি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা।