দেশে কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তথ্য জানাতে ডিবিতে শামীম ওসমান
-
-
|

ছবি: বার্তা২৪.কম
বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করবে। তাই ঢাকার পুলিশের দায়িত্বে যিনি আছেন, আমার কাছে যতটুকু তথ্য আছে সে বিষয়গুলো আমি তাকে জানাতে চাই।
শামীম ওসমান আরও বলেন, আপনারা জানেন যে আমরা ছাত্র রাজনীতি করতে করতে এতদূর এসেছি এবং আমি গতকাল একটি সংবাদ সম্মেলেন করে বলেছি। যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা নিক্ষেপ, এধরনের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।
তিনি আরও বলেন, সে দেশই উন্নত হয়, যে দেশের সাধারণ মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন ঘটনা জানতে পারে। আর এই বিষয়গুলো দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানানো সব মানুষেরই দায়িত্ব।