রংপুরে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
-
-
|

ছবি: বার্তা২৪.কম
রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে রুমানা আক্তার রুপা (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর লালবাগ পূর্বপাড়া এলাকার আশিষ মহল ছাত্রী নিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
রুমানা আক্তার রুপা লালমনিরহাট জেলার কালীগন্জ এলাকার রঞ্জু মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রুপার স্বামী মিজানুর রহমানের সাথে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন আবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রুপা বিষপান করলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রীনিবাসের মালিক গিয়াস উদ্দিন সরকার জানান, বিষপান করার ঘটনা শোনার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তিনি আরো জানান, ছাত্রী রুপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে কোনো মামলা হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়নি।