কর্ণফুলীতে ফেরি বিকল হয়ে কালুরঘাট সেতুতে ধাক্কা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদী পারাপারের সময় মাঝপথে বিকল হয়ে কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে গেল ফেরি। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ফেরির যাত্রীরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীর পূর্বপাড় বোয়ালখালী অংশ থেকে যানবাহন নিয়ে পশ্চিম পাড়ে যাওয়া পথে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ফেরির একাধিক যাত্রী জানান, কালুরঘাট সেতুর পূর্বপাড় বোয়ালখালী অংশ থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি নদীর মাঝখানে হঠাৎ বিকল হয়ে যায়। পানির স্রোতে ফেরিটি ভেসে কালুরঘাট সেতুতে সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। তবে ফেরিতে থাকা একটি ট্রাকের সাথে সেতুর স্প্যান লেগে যাওয়ায় ফেরি উল্টে যায়নি। পরে নদীর পশ্চিম প্রান্তে থাকা অপর ফেরিটি এসে বিকল ফেরিটি উদ্ধার করে পূর্ব পাড়ে নিয়ে আসে।

ফেরির তদারককারী মো. সাইদুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিক কি কারণে ফেরিটি বিকল হয়ে গেছে জানা যায়নি। বর্তমানে নদীতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ আগস্ট ৯২ বছরের এ কালুরঘাট সংস্থার কাজের জন্য যান চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে। এর বিকল্প হিসেবে নদীর দুপাড়ের মানুষ পারাপারের জন্য দুটি ফেরি চালু করা হয়। যদিও কাজ শেষ করে তিন মাস পর যান চলাচলের জন্য খুলে দেওয়া কথা থাকলে সাড়ে চার মাসেও খুলেনি কালুরঘাট সেতুর উপর যানচলাচল। তবে এ সেতু দিয়ে কক্সবাজারের রেল আসা-যাওয়া করছে।