শপথ নিতে বঙ্গভবনে মন্ত্রীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গভবন, ছবি: সংগৃহীত

বঙ্গভবন, ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নিতে বঙ্গভবনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

আর শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে চলেছেন নতুন ইতিহাস। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

বিজ্ঞাপন

নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা হয়েছে।

সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেয়া হয়েছে বলে বঙ্গভবনে সূত্রে জানা গেছে।