পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, নিউজ করতে চাইলে সাংবাদিক ইউসুফকে হত্যার হুমকি
কক্সবাজারের চকরিয়ায় খন্দকার রাসেল নামে এক ব্যক্তি পুলিশ ও গোয়েন্দার পরিচয়ে হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খবর প্রকাশ নিয়ে দৈনিক বাংলার চকরিয়া প্রতিনিধি ইউসুফ বিন হোছাইনকে হত্যার হুমকি দিয়েছেন ওই ব্যক্তি।
এদিকে, এ ঘটনায় সাংবাদিক ইউসুফ বিন হোছাইন নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
জানা গেছে, খন্দকার রাসেল পুলিশ ও গোয়েন্দার পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, খন্দকার রাসেল প্রায়ই টাকা দাবি করেন। কেউ কেউ টাকাও দিয়েছে। টাকা না দিলে বিভিন্নভাবে মামলায় ঢুকিয়ে দেবে, র্যাব, পুলিশ দিয়ে ধরিয়ে দেবে বলে ভয়ভীতি প্রদর্শন করেন।
এসব বিষয়ে প্রতিবেদনের জন্য দৈনিক বাংলার প্রতিনিধি ইউসুফ বিন হোছাইন মোবাইল ফোনে খন্দকার রাসেলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু পরিচয় জেনে রাসেল বলেন, আমি কে সেটি ওসি জানেন, এসপি জানেন। আপনি আমার পরিচয় জানার কে?
এক পর্যায়ে তিনি প্রতিবেদককে জুতার তলায় পিষে মারার হুমকিও দেন। এমনকি তাকে হত্যার জন্য ৫ লাখ টাকাও ঘোষণা করেছেন খন্দকার রাসেল।
চকরিয়ায় খন্দকার রাসেল নামে কোন লোক গোয়েন্দা সংস্থায় দায়িত্বরত আছে কি-না জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘রাসেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক নয়। তার বিরুদ্ধে প্রশাসনের লোক পরিচয় দিয়ে নানাভাবে সাধারণ জনগণকে হয়রানি করার অভিযোগ রয়েছে। তাকে পেলে আমাকে অথবা ৯৯৯-এ ফোন করেও সহযোগিতা চাইতে পারেন। আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।’
এদিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিব-উর রেজা জানান, খন্দকার রাসেল নামে কাউকে তিনি চেনেন না।