'নিজে দুর্নীতি করব না, কাউকে করতে দেবনা'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ,ছবি: বার্তা২৪

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ,ছবি: বার্তা২৪

হজ পালনকারীদের যা‌তে কোন ধরণের সমস্যা পোহা‌তে না হয় তার সব ব্যবস্থাই নেওয়া হ‌বে। আমি হাজী‌দের চো‌খের পানি দেখ‌তে চাই না। মন্ত্রণালয়ের কোন অনিয়ম মেনে নেওয়া হ‌বে না। কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করার কথা বললেন নব-নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে তাঁর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি নিজে কোন দুর্নীতি কর‌ব না, অন্য কাউকে দুর্নীতি কর‌তে দেব না। অন্য মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয়ে স্বচ্ছতা থাকবে বলে তিনি জানান।

এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে কোটালীপাড়া শেখ রা‌সেল কলেজের শিক্ষকগন ফুল দি‌য়ে তাকে স্বাগত জানান।

প‌রে তিনি টু‌ঙ্গিপাড়ায় গওহর ডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের সাথে মত বিনিময় ক‌রেন এবং সদর সাব হুজুর শামছুল হক ফ‌রিদপু‌রির কবর জিয়ারত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি জিয়ারত ক‌রেন।

তিনি এই দুই মহান লো‌কের কবর জিয়ারতের মধ্য দি‌য়ে প্রতিমন্ত্রী হিসাবে তার মন্ত্রণালয়ের কাজ শুরু করলেন বলেও জানান