সিলেটে চোরাই গরু-মহিষের মাংস উদ্ধার: এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সিলেটে চোরাইকৃত গরু ও মহিষের মাংস উদ্ধার করে ৩টি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৬এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশের উপস্থিতে তিনটি এতিমখানায় মাংস বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জের টুকের বাজারে অভিযান পরিচালনা করে চোরাইকৃত গরুর ২৩ কেজি এবং মহিষের ১৬ কেজি মাংস ও চামড়া উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকার মৃত শুকলালের ছেলে সঞ্জিত (২৫), কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আমতলী গ্রামের নাকা মিয়ার ছেলে মো. ইউনুস মিয়া ওরফে ইউসুফ (৩০)। তারা দুজনেই বর্তমানে কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ৭ জনের নামোল্লেখ করে ৫জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের আবদনের প্রেক্ষিতে আদালত জব্দকৃত আলামত গরু ও মহিষের মাংস কোম্পানীগঞ্জ থানাধীন বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে বিতরণের আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ৩টি এতিমখানা ও মাদ্রাসায় মাংস বিতরণ করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, উদ্ধারকৃত গরুর মাংসের মালিক বিল্লালের মতে এবং আদালতের নির্দেশে মহিষের মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।