ময়মনসিংহে জমি নিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুস মোবাহানের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার এসআই বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূিত্র জানায়, একই গোষ্ঠীর মামুন-সোহাগ ও নিহত আব্দুল কাদির জিলানির সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র দা বল্লম নিয়ে মামুন ও সোহাগের লোকজনের সাথে আব্দুল কাদির জিলানির লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল কাদির জিলানি আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকাশ সরকার বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।