নেই শিডিউল বিপর্যয়, স্বস্তি নিয়েই ট্রেনযাত্রা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রাম উলিপুরের বাসিন্দা দুলাল হোসেন। ৬ মাস রাজমিস্ত্রীর কাজ শেষে টিকিট কাটতে এসেছেন কমলাপুরে। ভোর ৫টা থেকে দীর্ঘ লাইনে থেকে মিলেছে সেই কাঙ্ক্ষিত টিকিট। তবে সে টিকিট সিটের নয় দাঁড়িয়ে যাওয়ার। এতে কিছুটা আপসোস থাকলেও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন- এই ভেবে মাথায় কাপড়ের বস্তা নিয়ে হাঁটা দিয়েছেন নিজের ট্রেনের দিকে।

শুধু দুলাল হোসেন নয় ঘরে ফিরে পরিবারের সাথে ঈদ করার এমন যাত্রা লাখো মানুষের। তবে ক্লান্তি বা অভিযোগ নেই তাদের। বুক ভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে বাড়ির পথে ছুটে চলছেন ঘরমুখো মানুষ।

বিজ্ঞাপন

রেল যাত্রাকে স্বস্তি ও হয়রানি মুক্ত করতে এবার ঈদুল ফিতরের সব টিকিট অনলাইনে বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। তবে স্ট্যান্ডিং ২৫ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে রেলস্টেশন থেকে। এর জন্য সেহেরির সময় থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন যাত্রীরা।

তিন ধাপে চেকিংয়ের মাধ্যমে প্লাটফর্মে প্রবেশের অনুমতি মিলছে যাত্রীদের

রোববার (৭ এপ্রিল) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে এমন চিত্রের দেখা মেলে।

বিজ্ঞাপন

নাড়ির টানে বাড়ি ফিরতে সাময়িক কষ্টকে মামুলি মনে করছেন যাত্রীরা। নারী-পুরুষের পাশাপাশি শিশুদের আনন্দের বাধ ভাঙার অপেক্ষা কয়েক ঘণ্টার ট্রেন যাত্রা।

দুলাল হোসেন বলেন, দুইটা বেটি ছোঁয়া (মেয়ে) আছে। একটার বয়স ১৩ বছর, আর একটার বিয়ার বয়স হইছে। জামা নিছি। বাড়িওয়ালির (স্ত্রীর) জন্য শাড়ি কিনছি। মোবাইলত কথা হইল এলায় (এখন)। অপেক্ষা করছে। গেইলে সবাই মিলি একসাথে ঈদ আনন্দ করবো।

চাঁপাইনবাবগঞ্জের মেয়ে আমিয়া ইবনে ঐশী বলেন, পড়াশুনার চাপে তেমন তো বাসায় যাওয়া হয় না। এবার ঈদে অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করেছি। যেতে পারছি এটাই স্বস্তির।

কোনরকম অভিযোগ ছাড়াই ট্রেনযাত্রায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা

এদিকে রেল যাত্রাকে আনন্দের ও স্বস্তির করতে টিকিট যার ভ্রমণ তার নীতিকে বাস্তবায়ন করছে রেল কর্তৃপক্ষ। রাজধানীর রেলস্টেশনের তিন ধাপের চেকিংয়ের মাধ্যমে প্লাটফর্মে প্রবেশের অনুমতি মিলছে যাত্রীদের। ফলে অতিরিক্ত যাত্রী চাপ নেই এবারের ঈদ যাত্রায়। এতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন মানুষ।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ঈদ যাত্রা স্বস্তির করতে আমরা টিকিট যার ভ্রমণ তার নীতি নিশ্চিত করতে আমরা তিন ধাপে চেক করে যাত্রীকে প্রবেশের সুযোগ দিচ্ছি এতে বাড়তি চাপ এড়ানো যাচ্ছে।

তিনি আরও বলেন, ৩য় দিন ৬৭ জোড়া ট্রেন ঢাকা থেকে ছাড়া হয়েছে শিডিউল বিপর্যয় ছাড়াই। আজ বাড়ানো হয়েছে। কাল থেকে চাপ কিছুটা বাড়বে সে লক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি।