ঈদের আগে কাপড়ের মার্কেটে আগুনে পুড়ল ১৫ দোকান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে পানিতে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২০টি দোকানের মালামাল। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কাপড় এবং ছাপাখানা রয়েছে। ঈদ মার্কেটে দোকান পুড়ে এবং পানিতে কাপড় ভিজে নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানগুলোর মধ্যে বেশিরভাগই কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল ৮টার দিকে মার্কেট বন্ধ থাকা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার তৈরি পোশাক ছিল, সেগুলো সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ৭টি ছাপাখানার ব্যবসায়ী আলআমিন বলেন, আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সোয়া আটটার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।