ঝালকাঠিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠি জেলায় সকালের দিকে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে শতাধিক বাড়িঘর। এসময় বজ্রপাতে দুই নারী ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, জেলার কাঠালিয়া ও সদর উপজেলার বাসিন্দা হেলেনা বেগম, মিনারা বেগম ও শিশু মাহিয়া আকতার ঈশানা।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার কাঠালিয়া ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত হেলেনা মুন্সিরাবাদ গাজিবাড়ি গ্রামের মৃত আলম গাজির স্ত্রী ও মিনারা বেগম ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। এ ছাড়া পোনাবালিয়া গ্রামে গরু আনতে গিয়ে ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানো এই বজ্রসহ ঝড়ে গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বজ্রপাতে কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজিবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিন বজ্রপাতে মিনারা বেগম নামে আরও এক নারীর মৃত্যু হয়।