বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এ সময় সফরসঙ্গীরা তার সাথে ছিলেন।

রোববার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রতিনিধিদলসহ ধানমন্ডি ৩২ নম্বরে যান তিনি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান তাকে স্বাগত জানান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাউরো ভিয়েরা।

শ্রদ্ধা জানানো শেষে জাদুঘরের স্মৃতিবিজড়িত নানা বিষয় ঘুরে দেখেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মজীবনের নানা বিষয় অবহিত করা হয়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

বিজ্ঞাপন

দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।