ঈদ উপহার পেলেন ছাগলনাইয়ার ৪ হাজার অসহায় মানুষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৪ হাজার মানুষকে ঈদ উপহার দিয়েছে সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এলাকার গরীব অসহায় মানুষদের পাধে দাঁড়িয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

রোববার (৭ এপ্রিল) সকালে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন তিনি। ছাগলনাইয়া পৌর এলাকার মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিতরণকালে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফাউন্ডেশন সূত্র জানায়, সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপহারের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও থ্রিপিস। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে উপকারভোগীর তালিকা করে সবাইকে টোকেন দেয়া হয়েছে। যারা টোকেন নিয়ে আসছেন তাদেরকে উপহার দেয়া হচ্ছে। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো রমজান মাসজুড়ে উপজেলার নাগরিকদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এমন উপহার পেয়ে খুশি স্থানীয়রা। তারা বলছেন, সাধারণ মানুষকে রমজানে ইফতার দেয়ার পর ঈদের উপহার দেয়া সত্যিই প্রশংসনীয়। নতুন পোশাকে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে যাবে।

আব্দুর রহিম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি দিনমজুরের কাজ করি।রোজা আসার পর তেমন একটা কাজ ছিল না। এখান থেকে আমাকে ইফতার সামগ্রী দেয়া হয়েছে এখন ঈদের উপহার দেয়া হয়েছে। আমার পরিবারের সদস্যরাও পেয়েছে, সবাই মিলে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারব।

ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মিজানুর রহমান মজুমদার বলেন, ঈদের আনন্দ সাধারণ মানুষদের মাঝে ভাগাভাগি করার উদ্দেশ্যে ছাগলনাইয়া পৌর এলাকার ৪ হাজার মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে উপহার বিতরণ করা হচ্ছে। এছাড়া রমজান মাসজুড়ে মানুষদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকে যাতে সহযোগিতা করা হয়, আমি সে নির্দেশনা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী নিজ এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছে।