উত্তরের পথে দূরপাল্লার পরিবহন বেশি, যাত্রী কম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঈদ যাত্রায় নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। দেশের উত্তরাঞ্চলমুখী সড়কে ক্রমশ বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যাত্রীদের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। কাঙ্খিত যাত্রী না পেয়ে টার্মিনালে বাড়ছে পরিবহনের দীর্ঘ সারি। তবে একদিন পরেই সড়কে যাত্রীদের ঢল নামবে বলে জানান হাইওয়ে ও শিল্প পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দুপুরের পর দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কে যাত্রীর তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যা বেশি। বাস কাউন্টার গুলোতে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর চাপ কিছুটা কম। তবে কাউন্টার মালিকরা বলছেন সন্ধ্যার পর যাত্রীর চাপ বাড়বে।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম বার্তা২৪ কে বলেন, এবছর ঈদ যাত্রায় যানজট নিরসনে তিন স্তরে ছুটি দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এর মধ্যে কোনো কোনো পোশাক কারখানা ৫ এপ্রিল থেকে বেতন-বোনাস দিয়ে কর্মীদের ছুটি দিয়েছে বাকি কারখানার ৭, ৮ ও ৯ এপ্রিল ছুটি দেওয়া হবে।

চন্দ্রা টার্মিণাল এলাকায় শ্যামলী বাস কাউন্টারে পরিচালক ওহাব মিয়া জানান, ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই মানুষ উত্তরের বিভিন্ন জেলায় যাচ্ছে। দীর্ঘ ছুটি পেয়ে আগে আগেই মানুষে চলে গেছে। আবার অনেকেই এখন যাচ্ছে তাই কাউন্টারে তেমন একটা চাপ নেই।

বিজ্ঞাপন

সী লাইন পরিবহনের চালক হাসেম সরদার জানান, অন্যান্য বছর একদিনেই মানুষের ঢল নামে। তবে এবছর কয়েকদিন ধরেই মানুষ ভাগে ভাগে যাচ্ছে তাই চাপ কম। তবে শেষ দুইদিনে কিছুটা চাপ থাকবে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বার্তা২৪ কে বলেন, ঈদ যাত্রায় আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। যানজট নিরসন, ও যাত্রী নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ রয়েছে।

উল্লেখ্য, শিল্প অধ্যুষিত গাজীপুর ও আশপাশের শিল্প কারখানাগুলো তিন ধাপে ছুটি হবে। ৭ এপ্রিল ১৫ -২০ শতাংশ কারখানা, ৮ এপ্রিল ৪০-৫০ শতাংশ ও ৯ এপ্রিল বাকি কারখানা ছুটি দেয়া হবে।