ঈদের দিনেও সুখবর নেই আবহাওয়ার
দেশবাসীর জন্য ঈদের দিনে চৈত্রের তাপদাহ থেকে মুক্তির সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঈদের আগে পরে কয়েকদিন দিনের শুরুতে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে তাপদাহ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে সংস্থাটি থেকে। চলতি মাসে হালকা বৃষ্টি হলেও মাসজুড়েই গরমের দাপট থাকবে বলে জানান তারা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বার্তা২৪.কম-কে জানান, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। একই সাথে ঈদের দিন রাতে তাপমাত্রা হ্রাস পাবেও জানান তিনি। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন।
আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, ঈদের আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুল্ক থাকবে। ১০ এপ্রিল থেকে সকালবেলা তাপমাত্রা কম থাকলেও বেলার বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে। এই তাপমাত্রা তীব্র তাপদাহে রূপ নেওয়ার সম্ভবনা রয়েছে।
বর্তমানে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের অবস্থান। কিন্তু এসব প্রদেশের তাপমাত্রা অনেক বেশি। এসব জায়গায় বছরের এই সময়ে তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে।
এদিকে গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়, সেখানে দেখা যায় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।