ঈদযাত্রায় নৌপুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে: আইজিপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নৌপথে যেকোন সেবার জন্য তারা সর্বদা জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (৭ এপ্রিল) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নাড়ির টানে বাড়ি ফেরা জনগণের নৌযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনগণের সেবায় প্রতিটি গুরুত্বপূর্ণ নৌ ঘাট, লঞ্চ ঘাট সমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। কন্ট্রোল রুম স্থাপন করেছে।

তিনি বলেন, নৌপথ নিরাপদ রাখতে গত ৬ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত বালুবাহী বাল্ক হেড ও ড্রেজার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এবং সকলে মিলেমিশে একটি সুন্দর ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন