১৫ হাজার অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন কামারুল আরেফিন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ায় প্রায় ১৫ হাজার অসহায়দের মাঝে নতুন শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও থ্রি পিস উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের আমবাগানে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনের মহতি উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে এ ঈদবস্ত্র উপহার হিসাবে বিতরণ করেন।
এসময় প্রায় ১২ হাজার নতুন শাড়ী ও লুঙ্গি অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে বিতরণ করেন তিনি।
ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ এসব নতুন পোশাক পেয়ে তারা খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় শ্রমজীবীরা ও অসহ্যস্থ মানুষেরা জননেতা কামারুল আরেফীন এর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন।
এ সময় কামারুল আরেফিন বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমার মিরপুর উপজেলা বাসীদের মধ্যে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। অত্যন্ত যত্নসহকারে আপনাদের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আরো অন্যান্য সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরো বলেন, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা এভাবে গরীব অসহায় মানুষের জন্য দান করতেন। আমি ১৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।
এমপি হিসেবে আরও দ্বায়বদ্ধতা বেড়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদ আসে খুঁশির বার্তা নিয়ে। ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দেয় নতুন পোশাকে। এজন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদের আনন্দ আরো বেশি ছড়িয়ে দিতে আজকে ১২ হাজারেরও বেশি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণের পাশাপাশি দেড় হাজার পাঞ্জাবি ও দেড় হাজার থ্রি পিস উপহার হিসেবে নেতাকর্মীদের মাঝে তুলে দেওয়া হয়েছে। এ অঞ্চলের প্রতিটি গরিব, দুস্থ ও অসহায় মানুষ ঈদ উপহার পাবেন।
এ সময় এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামারুল আরেফিনের স্ত্রী সামসুন্নাহার শেফালী আরেফিন, ভাই সামসুল আরেফিন অমূল্য, মাজেদুর আলম বাচ্চু, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমসহ পারিবারিক লোকজন ও স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।