মেয়রের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় হামলার শিকার রক্তযোদ্ধা
-
-
|
![ছবি : সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Apr/07/1712511981504.jpeg)
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে ‘রক্তযোদ্ধা’ বলে পরিচিত মীর মাসুদকে। এ ঘটনায় রবিবার(৭ এপ্রিল) সন্ধ্যয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভুগী মাসুদ।
এর আগে শনিবার (৬ এপ্রিল) রাতে মেয়রের গাজী কমপ্লেক্সের ব্যক্তিগত কার্যালয়ের নিচ থেকে ডেকে নিয়ে পাশের মন্দিরের ভেতরে মাসুদের উপর এ হামলা চালানো হয়। আহত মাসুদ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
মাসুদ রায়পুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি পৌরসভার পূর্বলাচ এলাকার বাসিন্দা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবে ৯০০ রক্তদাতা রয়েছে। তারা রবিবার পর্যন্ত ৪৭৫০ ব্যক্তিকে বিনামূল্যে রক্তদান করেছেন।
জেলার যেকোনে স্থানে কারো রক্ত প্রয়োজনের ডাক শুনলে রাত-বিরাতে মাসুদ ছুটে যান, সংগ্রহ করে দেন কাঙ্খিত রক্ত। এ ছাড়া মাসুদ রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক।
আহতের অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদ ফেসবুকে শনিবার বিকালে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাটের নির্বাচনের সময় সহযোগী সংগঠনের প্রয়োজন হয়। আর এখন ভিজিএফ চালের কার্ড বিতরণে সহযোগী সংগঠনকে চিনেন না’। এরপর এক ব্যক্তির অনুরোধে মাসুদ ফেসবুক স্ট্যাটাসটি মুছে ফেলেন।
রাত সাড়ে ৯ টার দিকে মেয়রের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত স্থানীয় বয়াতি বাড়ির মহিন হোসেন মোবাইল ফোনে করে মাসুদকে মেয়রের অফিসের নিচে আসতে বলেন। সেখানে আসলে তাকে পাশের মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়।
এ সময় মেয়র রুবেল ভাটের বিরুদ্ধে কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তা জানতে চেয়ে এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত করা হয় মাসুদকে। তার মুখ ও কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
হামলাকারী মহিন হোসেন বলেন, ‘মাসুদের সঙ্গে আমার ধাক্কাধাক্কি হয়েছে। পরে দেখি সে রক্তাক্ত। আমার টিকটকে সে বাজে কমেন্টস করায় তাকে ডেকে এনেছি।’
আহত মীর মাসুদ বলেন, ‘টিকটকের কোনো ঘটনাই নেই। মেয়রের স্ট্যাটাসের কথা বলেই আমাকে পিটিয়েছে। ঘটনার পর আমি থানায় গিয়ে ওসিকে দেখিয়েছি। আমি মামলা করবো।’
রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে গিয়ে মাসুদকে আমিও দেখে এসেছি। হামলাকারী মহিনকে আমি ডেকে জেনেছি, টিকটক নিয়ে তাদের দ্বন্দ্ব। মাসুদের ফেসবুকে স্ট্যাটাস দেখার আমার সময় কই?’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘আহত মাসুদ থানায় এসে ঘটনাটি আমাকে জানিয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’