যাত্রীদের মারধর: বাসের চালক ও সহকারী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

যাত্রীদের মারধর: বাসের চালক ও সহকারী নিহত

যাত্রীদের মারধর: বাসের চালক ও সহকারী নিহত

সাভারের আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সাথে বাকবিতণ্ডার জেরে মারধরের শিকার হয়ে ইতিহাস বাসের চালক ও কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ট্রাক্টর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয় ইতিহাস পরিবহনের বাস চালক ও কন্ট্রাক্টর। মারধরের ফলে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে গাজীপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাসটির হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটি বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্ক বির্তক হয়। তাদের মধ্যে এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ট্রাক্টরকে মারধর শুরু করে। এসময় বাসের হেলপার পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ট্রাক্টরকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান আছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।