রাশিয়ার বিজয় দিবস উদযাপনে ঢাকায় শোভাযাত্রা

  • Asraful Islam
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিজয় দিবস উদযাপনে ঢাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী দেশাত্মবোধক অনুষ্ঠান ‘অমর রেজিমেন্ট’ ও ‘সেন্ট জর্জ রিবন’। এ উপলক্ষ্যে ঢাকার রাস্তায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি, ঢাকার রাশিয়ান সেন্টারের পরিচালক পাভেল দভইচেনকভসহ কর্মসূত্রে বাংলাদেশে অবস্থান করা দেশটির নাগরিক ও বিশিষ্টজনরা এতে যোগ দেন।

বিজ্ঞাপন

বুধবার অনুষ্ঠিত এই শোভাযাত্রা সম্পর্কে রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ গণমাধ্যমকে বলেন, ‘অমর রেজিমেন্টের পদযাত্রা প্রতিবছর শত শত রুশ ও বাংলাদেশী নাগরিককে একত্রিত করে, যারা মহান দেশপ্রেমিক যুদ্ধের ফ্রন্টে লড়াই করা বীরদের স্মৃতির প্রতি সম্মান জানায়।’

শোভাযাত্রা শেষে কথা বলছেন পাভেল দভইচেনকভ। এসময় উপস্থিত আছেন আলেকজান্ডার মান্টিটস্কিসহ অন্যরা

তিনি বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এ বছর বাংলাদেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল নজিরবিহীন। অনুষ্ঠানটি মোটর শোভাযাত্রার আদলে অনুষ্ঠিত হয়। সেখানে ৫০টিরও বেশি মোটরসাইকেল, ৩০টিরও বেশি গাড়ি এবং প্রায় ২০০ জনেরও বেশি জনসাধারণ ছিল এবং স্থানীয় পুলিশ সদস্যরা এর সুরক্ষা নিশ্চিত করে।’

বিজ্ঞাপন

শোভাযাত্রা থেকে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা ঢাকাবাসীর মাঝে সেন্ট জর্জ ফিতা বিতরণ করেন এবং প্রতীকের অর্থ ব্যাখ্যা করেন। অমর রেজিমেন্ট একটি সর্বজনীন অনুষ্ঠান যা মহান দেশপ্রেমিক যুদ্ধের অংশগ্রহণকারী এবং ক্ষতিগ্রস্থদের স্মৃতি অমর করার জন্য অনুষ্ঠিত হয়-বলেন রাশিয়ান সেন্টারের পরিচালক।