মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক আটক

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক আটক

সাভারের আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে অনিয়ন্ত্রিত মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় না মিললেও স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক ও ঘাতক মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নরসিংপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নেয়ার আগেই তিনি নিস্তেজ হয়ে পরেন। পুনরায় তাকে নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক চালক ও মোটরসাইকেল আটকে রেখে পুলিশকে খবর দেয়।

আটককৃত ব্যক্তি হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার হাতিমপুর গ্রামের আ. হাদির ছেলে মো. রতন মীর। তিনি আশুলিয়ার গোমাইল এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

বিজ্ঞাপন

নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি। মোটরসাইকেল জব্দ করে চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।