মালিক-শ্রমিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রমিক-মালিক উভয়ের স্বার্থের বিষয়টি মাথায় রেখে কম সময়ের মধ্যেই শ্রম আইন ও বিধিমালা হালনাগাদ করা হবে। মালিক-শ্রমিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত তথ্য অধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতে শ্রমিক-মালিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সমুন্নত করেছিলেন। জনগণের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ। সব কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রয়াসে এগিয়ে চলেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তথ্য অধিকার আইন ও বিধিমালা, তথ্য প্রাপ্তির আবেদন ও আপীল আবেদন পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আবেদনকারীর করণীয় বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।
উল্লেখ্য, তথ্য অধিকার বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে তথ্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।