কোটা বিরোধী আন্দোলন, রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, ছবি: বার্তা২৪.কম

রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, ছবি: বার্তা২৪.কম

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরসহ আট জেলার প্রবেশদ্বার খ্যাত মর্ডান মোড় অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ফলে তিনটি সড়কের উভয় পাশে তীব্র যানজটেরর সৃষ্টি হয়।

দীর্ঘ দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে পদযাত্রাটি বের হয়ে নগরীর মডার্ন মোড়ে যায়। সেখানে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে পদযাত্রাটি বের হয়ে নগরীর মডার্ন মোড়ে যায়। সেখানে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি প্লাকার্ড প্রদর্শন করেন তারা। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।