তিস্তায় ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মরদেহ/ছবি: সংগৃহীত

মরদেহ/ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় তিস্তার শাখা মানাস নদীতে ডুবে সবুজ মিয়া (১২) নামের কওমি মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) উপজেলার হারাগাছ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেলিটারি গ্রামে মানাস নদীর কেসমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সবুজ মিয়া হারাগাছ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. রাজ্জাকুলের ছেলে ও দারুল হুদা কওমি মাদরাসার হেফ্জ শাখার ছাত্র ছিল।

স্বজনদের বরাত দিয়ে হারাগাছ থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে সবুজ মিয়া তিস্তার শাখা মানাস নদীতে কেসমের ঘাট এলাকায় গোসল করতে নামে। এক পর্যায়ে সে নদীর পানির গভীরে ডুবে যায়। খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি।