রাজধানীতে সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

ছবি: ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরের দুই নম্বর গলির মাথায় কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কামাল মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মী ফারুক খান অভি নামে এক ব্যক্তি দাবি করেন। এদিকে পুলিশ বলছে, নিহত কামাল ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর এলাকায় কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কাটাসুর এলাকায় কামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন