কারফিউ আরও শিথিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারফিউ শিথিল

কারফিউ শিথিল

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে জারি হওয়া কারফিউয়ের বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ ঘণ্টা স্বাভাবিক কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোব, সোম ও মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখনও তুলে নেওয়া হয়নি।

বিজ্ঞাপন