রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুরে টিটিসি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুইজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের টিটিসি ভবনের সামনে রাহুল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, বাস-ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।