অল্প যাত্রী নিয়ে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কোটা সংস্কার আন্দোলনের জেরে টানা ১৩ দিন পরে স্বল্প পরিসরে গতকাল থেকে চলাচল করছে ট্রেন। স্বল্প পরিসরে ট্রেন চলাচল করলেও কমলাপুর রেলস্টেশনে নেই যাত্রীদের সেই চিরচেনা সমাগম। অল্পকিছু যাত্রী নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।

শুক্রবার (২ আগস্ট) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, অল্প কিছু যাত্রী স্টেশনের প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছে। পুরো রেলস্টেশন প্রায় ফাঁকা হয়ে আছে। তবে ট্রেন চলাচল চালু থাকায় রেলস্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৭টায় রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ছুটির দিন হওয়ায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, তিতাস কমিউটারসহ আরও অন্যান্য কিছু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে, দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী এক্সপ্রেস ও বিকাল ৩টায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে জামালপুর কমিউটার ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

কমলাপুর রেলস্টেশনের কাউন্টার মাস্টার আনোয়ার হোসেন বলেন, গতকাল সকাল থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।

যাত্রী সংখ্যার বিষয়ে তিনি বলেন, আজ ছুটির দিন হওয়ায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, তিতাস কমিউটারসহ আরও অন্যান্য কিছু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেজন্য যাত্রী একেবারেই কম। তবে, গতকালকেও যাত্রীর সংখ্যা তেমন বেশি ছিল না।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে।

কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে থেকে বলা হয়েছে,পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।