দফা এক, দাবি এক: সমন্বয়ক রাফি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান তালাত মাহমুদ রাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান তালাত মাহমুদ রাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান তালাত মাহমুদ রাফি বলেছেন, রক্ত দিয়েছি, খুনিদের সঙ্গে কোন আপোষ নয়। খুনিদের সঙ্গে কোন বৈঠক নয়, কোন আলাপ নয়। আমাদের আলাপ পরিষ্কার; দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ।

শনিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাফি বলেন, এটা কোন বক্তৃতার মঞ্চ নয়, আমরা বক্তৃতা দিতে আসিনি। গল্প বলতে চাই না, আপনারা সবই জানেন। গতকাল বলেছিলাম একটা বুলেট চালাবেন না, ফলাফল ভালো হবে না। কিন্তু আপনারা আমাদের কথা শুনেননি। আপনারা ঢাকা, সিলেট, রংপুরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইদেরকে হত্যা করেছেন।

চট্টগ্রামের এ সমন্বয়ক আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন খুনিদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। আপনারা জানেন এখন আমাদের ছাত্র নাগরিকের গণঅভ্যুত্থান ঘোষণা করা হয়েছে। আমাদের ছাত্র নাগরিকদের গণঅভ্যুত্থান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত হাসিনার পদত্যাগ না হয়।

বিজ্ঞাপন

ভবিষ্যতে আমরা যদি ঘোষণা দিতে না পারি, আপনারা সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

এসময় রাফি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আমি জানি না, আমি এখান থেকে যাওয়ার পর কি হয়। কিন্তু বলে রাখি, যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, আপনারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ গড়ে তুলবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, এটা সাধারণ জনগণের আন্দোলন। জনগণ যা বলবে তাই হবে। জনগণ কি চাই? আপনারা যা চান আমরাও তা চাই। আজকে চট্টগ্রামের ভাষায় বলতে চাই- ‘বউত দিন হাইয়্যু আর ন হাইয়্যু’ অর্থাৎ অনেকদিন খেয়েছো আর খেয়ো না। আগামীকাল দুপুর দুইটায় আবার নিউ মার্কেট মোড়ে আপনারা সবাই চলে আসনে। আমরা জানি আমরা, সত্যের জয় সুনিশ্চিত। দেখা হবে বিজয়ে, ইনশাল্লাহ।

পরে কেন্দ্রীয় সহ সমন্বয়ক রাসেল আহমেদ অসহযোগ আন্দোলনের দাবিসমূহ ঘোষণা করেন।