জনমানব শূন্য কাউন্টার, ছাড়ছে না দূরপাল্লার বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জনমানব শূন্য কাউন্টার, ছাড়ছে না দূরপাল্লার বাস

জনমানব শূন্য কাউন্টার, ছাড়ছে না দূরপাল্লার বাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় কর্মসূচি শেষে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এক দফা দাবি আদায়ের প্রথম দিনেই দেশজুড়ে সংঘাতের ঘটনায় জারি করা হয়েছে কারফিউ।

চলমান কারফিউ এবং পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। ফলে জনমানব শূন্য হয়ে ওঠেছে রাজধানীর দূরপাল্লার কাউন্টারগুলো, ছাড়ছে না কোনো দূরপাল্লার বাস।

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) রাজধানীর কল্যাণপুর দূরপাল্লার বাস কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কল্যাণপুরে অবস্থিত থরে থরে সাজানো দূরপাল্লার বাস কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। একই সঙ্গে দেখা মেলেনি পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের কারও সঙ্গেও। নেই কোনো যাত্রীদের উপস্থিতিও।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার (৩ আগস্ট) আন্দোলনকারীদের ডাকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি পালন করে। গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন।

একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা৷

পরে গতকাল রোববার (৪ আগস্ট) ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীসহ সারাদেশ। পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার। একই সঙ্গে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।

এদিকে গতকালের কর্মসূচি শেষে একদিন এগিয়ে 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি আজ পালন করা হবে বলে জানানো হয়।