চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি মেনে নেয়ার আশ্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চাকুরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে মানববন্ধন

চাকুরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে মানববন্ধন

আওয়ামীলীগ সরকা‌রের আম‌লে বিভিন্ন কারনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সদস্যদের উর্ধ্বতন কর্মকর্তারা।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টার এর সামনে আওয়ামী লীগ সরকা‌রের আম‌লে বিভিন্ন কারণে চাকুরিচ্যুতদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনের ডাক দেন চাকরিচ্যু পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

দুপুর ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বার জানান পুলিশ হেডকোয়ার্টারের উর্ধ্বতন কর্মকর্তারা। তাদের আহ্বানের সাড়া দিয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হেডকোয়ার্টারে প্রবেশ করে এবং মানববন্ধন সাময়িক স্থগিত করা হয়। পরে পুলিশ সদস্যদের উর্ধ্বতন কর্মকর্তারদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন মানববন্ধনের সমন্বয়করা।

চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক চাকুরিচ্যুত সাব ইনেস্পক্টর তৌহিদ বলেন, আইজিপি স্যার না থাকায় আমাদের সাথে দেখা হয়নি। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের দেখা ও কথা হয়েছে। বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হয়েছি আমাদের সকল দাবি মেনে নিবেন বলে আশ্বস্ত করেছেন। আগামীকাল আমাদের সব ধরনের কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। আমরা কালকে স্মারকলিপি দিবো এবং চাকরি হারানো সদস্যদের তালিকা জমা দিবো।

বিজ্ঞাপন

এর আগে মানববন্ধন শুরু হলে তৌহিদ বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারনে নানান ভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কোন পোষ্ট দেয়ার কারনে চাকরিচ্যুত হয়েছে। কেউবা আবার কোন পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছে। কারন ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। সর্বোপরি আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকুরিচ্যুত করা হয়েছে।
চাকরি ফিরে না পেলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি তিনি আরো বলেন, হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।