বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারপিট, কান ধরে ওঠবস
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে মারপিটের পর তাকে কান ধরে ওঠবস করানো হয়।
রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার চীফ জুডিসিয়াল আদালত চত্বরে এঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট্রের আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুইজন ডিসি, একজন ইউএনও সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এ হামলা চালানো হয়।
হামলার জন্য হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।
হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপ নির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সেসময় ভোট কেন্দ্রে তাকে মারপিটের অভিযোগে এনে তিনি মামলাটি দায়ের করেন।
হিরো আলম বলেন, আগে মনে করেছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তারা বলেন, আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালিমন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াব।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল হুদা পপন বলেন, হিরো আলমের ওপর হামলার সাথে বিএনপি বা কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়িত নাই।
তিনি আরও বলেন, হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করেছিল। আওয়ামী লীগের সময় জাতীয় সংসদসহ বিভিন্ন নির্বাচনে অংশ নির্বাচনকে বৈধতা দেয়ার চেষ্টা করেছিল। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের ওপর ক্ষুব্ধ ছিল।