বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

বগুড়ার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শাজাহানপুরে আফসার আলী (৫০) নামের এক অটোরিকশা চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামের রাস্তায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় জনগণ ছুরিকাঘাতের অভিযোগে রেজাউল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত আফসার আলী কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথিমথ্যে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও ২ জনকে ছুরিকাঘাত করেছিল। আফসার আলীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।