কল্যাণপুরে কম মশার উপদ্রব, তবে বৃষ্টি বাড়াচ্ছে শঙ্কা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম কোলাজ

ছবি: বার্তা২৪.কম কোলাজ

রাজধানীর কল্যাণপুরে এবছর কম মশার উপদ্রব। অন্যান্য বছরের তুলনায় এবার সিটি কর্পোরেশনের বাড়তি তৎপরতায় স্বস্তিতে আছে মানুষ। তবে চলমান বৃষ্টিতে মশা বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কল্যাণপুর বিভিন্ন রাস্তা ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানাচ্ছেন, এইবার মশার উপদ্রব অনেকটায় নিয়ন্ত্রণে। অন্যান্য বছরের তুলনায় মশা কম। সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে ওষুধও দিচ্ছে নিয়মিত। যে কারণে অনেকটা স্বস্তিতেই আছেন তারা।

কল্যাণপুর বাস স্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে কাজ করেন কামাল মিয়া। মশা কম জানিয়ে তিনি বলেন, ‘এইবার তো এইদিকে খুব একটা মশা দেখি না। মশা আছে তবে সেটা খুব বেশি না। সিটি কর্পোরেশন থেকে ওষুধ দিয়ে যায় দুই থেকে তিন দিন পর পরই। এইবার খুব একটা মশা দেখছি না।’

কল্যাণপুর ৪ নাম্বার রোডের মুদি দোকানের মালিক সালেহ আহমেদ। বেশ কয়েক বছর ধরেই ব্যবসা করেন এখানে। বাসাও দোকানের কাছেই। তিনি বলেন, ‘এইবার তো তেমন মশা দেখছি না। মশা এখনও পর্যন্ত খুব একটা বেশি না। তবে সামনে বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসলে হয়তো বাড়তে পারে।’

একই রোডের আরেকটি ভবনের কেয়ারটেকার রহিম মিয়াও একই কথা জানান। তিনি বলেন, ‘এইবার মশা কমই। তবে এখন তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইলে তখন মশা বেড়ে যায়। এখন মশা বাড়তে পারে।’

এদিন সরেজমিনেও দেখা যায়, মশার উপদ্রব খুব একটা নেই এই এলাকায়। কিছু কিছু রাস্তায় ড্রেনেজের কাজ চলছে, সে সব রাস্তায় মশা বাড়ার আশঙ্কা আছে। আবার কিছু কিছু রাস্তার ড্রেনেজের কাজ শেষ করে করা হয়েছে নতুন রাস্তাও। তাই অনেকটা স্বস্তিতেই আছে এই এলাকার মানুষ।