মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে আনছার আলী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনছার আলী ওই গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে পাশের একটি বিলে মাছ ধরতে যান। এ সময় তিনি হঠাৎ করে বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্তমানে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে পরিবারের পক্ষ থেকে (এডিএম) বরাবরে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

ওসি মো. মনির হোসেন বলেন, বয়স্ক এক ব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোর্টে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এভাবে মৃত্যু কারো জন্য কাম্য নয়। ঝড়-বৃষ্টির দিনে বজ্রপাতের সম্ভাবনা বেশি। এ সময় আমরা সবাই সাবধানে চলাফেরা করা উত্তম।