নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে আহত যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবিকুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সাবিকুল উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাবিকুল।

পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার পাহাড়পুর গ্রামের দীর্ঘ দিন যাবত নুরুল্লাহ গ্রুপের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল সাবিকুলের। এর জেরে ২৮ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে নুরুল্লাহর লোকজন সাবিকুলের বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা করে। এতে সাবিকুল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাবিকুলের অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার হয়। পরে চিকিৎসাধীন অবস্থা রোববার সকালের দিকে তিনি মারা যান।

কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় আহত পাহাড়পুর গ্রামের সাবিকুলের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করা হবে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।