সরকারের সফলতা-ব্যর্থতার ওপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে: নুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা-ব্যর্থতার ওপরে আগামীর বাংলাদেশ ও পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোন অসন্তোষ তৈরি হচ্ছে কিনা এসকল বিষয়ে তাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের শূন্যপদে বদলির' দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে শিক্ষদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এসময় নুর বলেন, আমাদের ত্যাগ, শ্রম, নির্যাতন-নিপীড়নের মাধ্যমেই আজকে তারা উপদেষ্টা হয়েছেন। আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কাররের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে তাদের কাজ। 

নিজেদের অবস্থানের কথা জানিয়ে শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। নামমাত্র বাড়িভাড়া এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ অতি সামান্য তথা ১২ হাজার ৭৫০ টাকা নীট বেতনে বাড়ি থেকে দূর দূরান্তে অবস্থান করে খুবই মানবেতর জীবন যাপন করছে। বাবা-মা ভাই-বোনা স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করায় শিক্ষকগণ মানসিক ভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। যার ফলে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনযোগ নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২১ এর এমপিও নীতিমালার পূর্বে সকল এমপিও নীতিমালায় এমপিওভুক্ত সকল ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। শূন্য পদে বদলির খসড়া প্রস্তাবনাসহ আমরা কয়েকবার সরকারের উচ্চ পর্যামে আলোচলা করেছি বিগত সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সময়ক্ষেপন করছে।

এসময় অবস্থান কর্মসূচিতে হাবিবউল্লাহ রাজু, মো: রবিউল ইসলাম, এ এইচ বাবলু, তোফায়েল সরকার, রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, মেজবাউল হাসান, রুহুল মামুন, উজ্জল দাস, জেড আই জাহিদ, রাশিদা আক্তার বেলাল হোসেন, আফিস, মাহমুদা খানম, মোহাম্মদ আলী, নুরুজ্জামান মন্ডল বাবেশিকফো যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।