সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে ছাত্র শাহিন আলম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে চান্দিয়ার ব্রিজের ঘাটে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে।

শাহিন আলম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে এবং স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের এক পর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্যান্যরা পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয়ে যায় শাহিন আলম।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।