গাজীপুরে গুলি ছুঁড়ে, নারী কর্মকর্তাদের কুপিয়ে ব্যাংকের টাকা ছিনতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মকর্তাদের কুপিয়ে ব্যাংকের টাকা ছিনতাই/ছবি: সংগৃহীত

কর্মকর্তাদের কুপিয়ে ব্যাংকের টাকা ছিনতাই/ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি ছুঁড়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় আনসার সদস্যসহ সোনালী ব্যাংকের দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুরের রথখোলা এলাকায় সংবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছিনতাইকারীদের হামলায় আহত হন সোনালী ব্যাংকের তাজউদ্দিন মেডিকেল উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংকের উপশাখায় সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট অন্যান্য লেনদেনের টাকা রোববার বিকেলে অটোরিকশাযোগে আনসার সদস্যসহ দুজন নারী কর্মকর্তা মূল শাখায় জমা দেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা স্টেডিয়ামের কাছে পৌছলে মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাহেদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নিয়েছে। এছাড়াও চারজন কে গুরুতর আহত করেছে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।