সড়ক নিরাপত্তায় 'রোড সেফটি ইউনিট' ও 'রোড সেফটি অথরিটি' গঠনের দাবি

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অন্তবর্তীকালীন সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি ইউনিট গঠন ও সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রানালয়ের সচিবদের সমন্বয়ে রোড সেফটি অথরিটি গঠনের দাবি জানিয়েছে 'নিরাপদ সড়ক চাই ' সংগঠন এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার(১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১২ সাল থেকে প্রতিবছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে 'রোড ক্রাশ' পরিসংখ্যান দিয়ে আসছিলাম, যদিও কাজটি সরকারের। আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ 'রোড ক্রাশ' সংক্রান্ত ডাটা সংরক্ষন করবে। কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বার বার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোন গুরুত্বই দেয়নি। বাধ্য হয়ে ২০১২ সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানসে আমরা আমাদের সক্ষমতার গন্ডিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ শুরু করি।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের দেখাদেখি আরো দু'একটি সংগঠনও ডাটা দেয়া শুরু করে এবং এক জনের ডাটার সাথে অন্য জনের ডাটার কোন সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেয়ায় আমরা ২০২৩ সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্রাশ ডাটা আর প্রকাশ করবো না বলে আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করি। তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি।

বিজ্ঞাপন

এসময় তিনি ভবিষৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেরদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি ইউনিট ও 'রোড সেফটি অথরিটি' গঠন করার দাবি জানান এছাড়া সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন হবে যারা রোডক্রাশমুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করার লক্ষ্যে রোড সেফটি অথরিটি গঠনের দাবি জানান।