ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক তারের মাধ্যমে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
এদিন ভোররাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ষাট বছর বয়সী ওই বৃদ্ধের নাম মোহাম্মদ আলী। তিনি ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ওই এলাকার মৃত আজিজুল হক মৌলভীর ছেলে খয়বার আলী (৫০) গতকাল রাতে তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারে সংযোগ দিয়ে ফাঁদ পেতে ধান ক্ষেতের আইলে রাখেন। মঙ্গলবার ভোররাতে সেখানে মাছ ধরতে গিয়ে সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
এ সময় তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।