সরকারি গাছ কাটায় ৯ জনের নামে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগে নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রহনপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুরশালিন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৭। তবে এ মামলার আসামি কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২০ শে সেপ্টেম্বর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের আসানপুর ৭নং ওয়ার্ডের ত্রিমোহনী মোড়ে রাস্তার পাশে ইউনিয়ন পরিষদের রোপনকৃত সরকারি জীবিত তিনটি নিম গাছ দেশীয় অস্ত্র কুড়াল, দা, লোহার সাব্বল দিয়ে গাছগুলো কেটেছেন অভিযুক্তরা।

এ মামলার আসামিরা হলেন (১) মোঃ শফিকুল ইসলাম (৩২) পিতা আফসার আলী (২) মোঃ আমির হোসেন (৫৫) পিতা সৈয়ব আলি( ৩) মোঃ জামাল পিতা মোঃ রবজুল ইসলাম (৪) আবুল হাশেম (৩০) পিতা মোঃ নজরুল ইসলাম (৫) নজরুল ইসলাম (৫৫) পিতা জাহি সরকার( ৬) আজিজুল ইসলাম (৩২) পিতা মেরাজুল ইসলাম (৭) বেল্লাল হোসেন (৪৬) পিতা আব্দুল হাই (৮) মশিউর রহমান আপেল (৩৪) পিতা আব্দুল কাদের (৯) জাকির হোসেন সনি (৩০) পিতা জাইদুল ইসলাম। সর্ব সাং- পীরপুর আসানপুর।

বিজ্ঞাপন

৫নং রহনপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুরশালিন জানান পরিষদের রোপনকৃত সরকারি গাছ কোন অনুমতি না নিয়ে কেটে নেওয়া হয়। পরে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এবং থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম মুঠো ফোনে জানান, গাছ কাটার বিষয়ে নয় জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

  • আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ